প্রফেসর মোঃ বাহেজ উদ্দিন মহোদয় ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখে শহীদ বুলবুল সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। এ পদে যোগদানের অব্যবহিত পূর্বে তিনি সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।১৪শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য প্রফেসর মোঃ বাহেজ উদ্দিন ১৯৯৩ সালের ২০ নভেম্বর
সিভিল সার্ভিসে প্রভাষক (অর্থনীতি) পদে শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জে যোগদান করেন ।সুদীর্ঘ চাকরি জীবনের বিভিন্ন সময়ে তিনি নীলফামারি সরকারি কলেজ,
ফুলবাড়ী সরকারি কলেজ, নড়াইল ভিক্টোরিয়া কলেজ ও সরকারি এডওয়ার্ড কলেজে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।চাকুরিকালীন বিভিন্ন সময়ে তিনি অফিস ব্যবস্থাপনা কোর্স, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক, ডিজাস্টার ম্যানেজমেন্ট ও কারিকুলাম বিতরণ বিষয়ক প্রশিক্ষন গ্রহন করেছেন ।তিনি উচ্চ মাধ্যমিক শ্রেণির অর্থনীতি (১ম ও ২য় পত্র) গ্রন্থের প্রণেতা।
প্রফেসর মোঃ বাহেজ উদ্দিন মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের college education development project (CEDP) এবং ২০০ কলেজ বিজ্ঞান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শহীদ বুলবুল সরকারি কলেজকে একটি ডিজিটাল কলেজে পরিণত করে সরকারের SDG-4 Quality Education নিশ্চিতকরনে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন।
প্রফেসর মোঃ বাহেজ উদ্দিন ১৯৬৯ সালের ০৮ জুন পাবনা জেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে জন্মগ্রহন করেন।তিনি নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৪ সালে কৃতিত্বের সহিত এসএসসি এবং ১৯৮৬ সালে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা হতে এইচএসসি পাশ করে ভর্তি হন দেশের স্বনামধন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন । পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।