logo

শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা

কলেজ বৃত্তান্ত

অধ্যক্ষ

অধ্যক্ষ

অধ্যাপক মো: বাহেজ উদ্দিন

বিসিএস (সাধারন শিক্ষা)

ইছামতি নদীর তীর ঘেষে সবুজেঘেরা পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি বিদ্যাপিঠ শহীদ বুলবুল সরকারি কলেজ । ...

উপাধ্যক্ষ

অধ্যাপক কে.বি.এম নিশানুল হাবিব

বিসিএস (সাধারন শিক্ষা)

একটি স্বাধীন দেশ ও জাতির উন্নতির মূল সোপান হলো শিক্ষা। ব্যক্তিগত ও জাতীয় জীবনে নৈতিক, আদর্শিক.....

শহীদ বুলবুল সরকারী কলেজ

EIIN NO : 125664, NU CODE : 2102, COLLEGE CODE : 3025

বিগত শতকের সপ্তম দশকের শেষভাগে ১৯৬৮ সালের ১ জুলাই পাবনার সম্মানিত কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তির অক্লান্ত প্রচেষ্ঠায় “ইসলামিয়া কলেজ” নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দের পুরোভাগে থাকা মুহাম্মদ আব্দুল গণি মাত্র ১৬৫ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসাবে একটি অসীম সম্ভাবনার পথে যাত্রা শুরু করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ কলেজের রয়েছে গৌরবোজ্জল অবদান। মুক্তিযুদ্ধ শুরুর প্রথম প্রহরেই ২৭ মার্চ’ ১৯৭১ এ কলেজের কৃতিছাত্র জি.এম. শামসুল আলম বুলবুলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্থানী হানাদার বাহিনীর সম্মুখে যুদ্ধ হয় বর্তমান বিআরটিসি বাসডিপোর কাছে। এ যুদ্ধে শাহাদত বরণ করেন জি.এম শামসুল আলম বুলবুল। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে শহীদ বুলবুলের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে কলেজটির নতুন নামকরণ করা হয় “শহীদ বুলবুল কলেজ”। 

১৯৭৬ সালে পাবনা কলেজ (দিবা/নৈশ, প্রতিষ্ঠিত-১৯৬১) কে শহীদ বুলবুল কলেজের সাথে একীভূত করা হয়। ১৯৭৭ সালে কলেজের উন্নয়নকল্পে শহীদ বুলবুলের মা তাঁর নিজ গ্রাম সুজানগর থানার ভাটিকয়া গ্রামে অবস্থিত ১০ (দশ) বিঘা জমি শহীদ বুলবুল কলেজের নামে দান করেন। ১৯৮৩ সালে কলেজটি জাতীয়করণ করা হয় এবং “শহীদ বুলবুল সরকারি কলেজ” নামে সরকারি নিয়ন্ত্রণে কলেজটির নবযাত্রা শুরু হয়-রোডে কলেজের পুরাতন ক্যাম্পাস পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।

যেটি কাল পরিক্রমায় পাবনা জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান রূপে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটির মূল কার্যক্রম ছিল উচ্চ মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ) শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে। পরবর্তীকালে ২০১১-১২ শিক্ষাবর্ষ হতে সমসাময়িক চাহিদার ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও উদ্ভিদবিজ্ঞান নিয়ে মোট ১৫ (পনের) টি বিষয়ে ডিগ্রি-অনার্স কোর্স এবং বিএ, বিএসএস, বিবিএ এবং বিএসএস, শাখায় ডিগ্রি (পাস) কোর্স চালু করা হয়। উচ্চ মাধ্যমিকসহ এ সকল কোর্সে প্রায় ৬০০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বর্তমানে পাবনা শহরের শহীদ বগা মিয়া রোডে জুবিলি ট্যাংকের পশ্চিম পার্শ্বে শহীদ বুলবুল সরকারি কলেজের মূল ক্যাম্পাস অবস্থিত। এছাড়াও শহরের প্রাণকেন্দ্রে আব্দুল হামিদ কলেজের পুরাতন ক্যাম্পাস পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।
৩৮

শিক্ষক

৩৮

হেল্পিং স্টাফ

৩৮

ছাত্র-ছাত্রী