রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শহীদ বুলবুল সরকারি কলেজের অন্যতম একটি বৃহত্তম বিভাগ। ২০১৩ সালে প্রথম অনার্স বিভাগ হিসেবে আত্নপ্রকাশ করে। ২০১৩-২০১৪ সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫০ জন ছাত্র-ছাত্রী উচ্চতর শিক্ষা লাভের জন্য ভর্তি হয়।
বিভিন্ন পারিপার্শ্বিক কারণে ৪ জন ছাত্র-ছাত্রী ঝরে পড়ে এবং ৪৬ জন সফলতার সাথে বি.এস.এস (অনার্স) ডিগ্রি লাভ করতে সক্ষম হন। অতঃপর জাতীয় বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিভিন্ন কলেজ থেকে এম.এস.এস (অনার্স) ডিগ্রি লাভ করে প্রজাতন্ত্রের বিভিন্ন সেক্টরে জনগণের সেবা করে যাচ্ছে। অনার্স ২য় ব্যাচ তথা ২০১৪-২০১৫ সেশনে ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়। উক্ত সেশনের ছাত্র-ছাত্রীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করে। ৩৩ জন প্রথম শ্রেণী (৩.০০ এর উপর) পেয়ে উত্তীর্ণ হয়। উল্লেখ্য যে, ১ম ব্যাচে ৪৬ জনের মধ্যে ২৭ জন প্রথম শ্রেণী ডিগ্রি লাভ করে কলেজকে তাক লাগিয়ে দেয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা অনেকটাই ভাগ্যবান বা ভাগ্যবতী কারণ নিয়মিত ক্লাস হওয়া, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেমিনারে পাঠ্যসূচি ও রেফারেন্স বইয়ের সহজলভ্যতা। সর্বোপরি, ভালো রেজাল্ট প্রত্যাশীরা তাদের উচ্চাশাকে বাস্তবায়ন করার নিমিত্তে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে বিবেচনা করতে পারে। ২০১৩ সালে অনার্স শুরু করা বিভাগটি আজ ৪১০ জনের মত ছাত্রছাত্রী নিয়ে অনেক বড় একটি বিভাগ। ১ম ব্যাচ থেকে ৬ষ্ঠ ব্যাচ পর্যন্ত সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে উক্ত বিভাগে কর্মরত শিক্ষকবৃন্দের পথচলা সুন্দর ছিল এবং ভবিষ্যতে আরও সুন্দর হবে এই প্রত্যাশায় একমাত্র কাম্য। আমাদের এই সহজ ও সাবলীল পথ চলতে কলেজ প্রশাসন সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় প্রশাসন কর্তৃপক্ষকে অজস্র ধন্যবাদ।...